হায় বন্ধুরা আমি এস،এইস.অরণ্য.আমি পরাশুনা করি.আমি বন্ধুল্ব করা পছন্দ করি .তাই সাাই আমার সাথে বন্ধুল্ব করতে পার
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১
আমি আমার জীবনের সত্য একটি গল্প আপনাদের বলছি ।আমি তখন ক্লাস নাইনে পরি ।আমি একটু লাজুক ছিলাম তখন ।প্রথম সাময়িক পরিক্খার পর ই রমজান মাস ।তাই পরিকখার পর লম্বা একটা ছুটি পাই ।বন্ধের কয়েকটা দিন ঘুরেই কেটে গেল ।তাই ভাবলাম সময়টাকে পড়াশুনার পেছনেই ব্যয় করতে হবে ।আমি commerceভিবাগের ছাত্র তাই দুই জন শিক্খকের কাছে কোচিং করব বলে ঠিক করলাম ।যেমন কথা তেমন কাজ -একজন শিক্খকের কাছে গণিত এবং আরেক জনের কাছে হিসাব বিঙ্গান পড়া শুরু করলাম ।আমি এবং আমার আরো দুই বন্ধু একসাথেই পড়তাম ।আমাদেরকে আমাদের বিদ্যালয়েই কোচিং করানো হতো ।তাই প্রতি দিনই বিদ্যালয়ে যেতে হতো ।আমাদের বিদ্যালয়টি দুই তলা বিশিষ্ট একটি বিদ্যালয় ।আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় তলায় উঠাল জন্য দুইটি সিরি ছিল ।আমাদের কোচিং করানো হত দ্বিতীয় তলায় ।তাই আমাকে প্রতিদিন সিরি দিয়ে দ্বিতীয় তলায় উঠতে হত ।একদিন আমি সিরি দিয়ে উঠার সময় দেখা হয়ে গেল একটি মেয়ের মাথে ।অপরূপ সুন্দর তার রূপ তার চেয়ে বেশি সুন্দর তার হাসি ।আমি আর মেয়েটি সিরির ঠিক মাঝখানে অবস্তান করছিলাম ।আমি মেয়েটির দিকে বেশিখ্খন তাকিয়ে থাকতে পারলাম না ।যদি মেয়েটি আমাকে খারাপ মনে করে ।মেয়েটিকে দেখার পর থেকে আমার মনে কেমন যেন একটা অনূভূতি কাজ করছিল তা বলে বোঝানো সম্ভব নয় ।আমি সির দি উপরে উঠা শুরু করলাম ।বার বার পেছন দিকে তাকিয় দেখতে ইচ্ছে হল ।কিন্তু মন সায় দেয় না ।কেন যেন একটা ভয় কাজ করছিল ।আগেই বলেছি আমি একটু লাজুক ছিলাম ।হঠাৎ করে পেছন দিকে তাকিয়েই ফেললাম দেখলাম মেয়েটি আমার দিকে তাকিয়ই আছে
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
